ফোরকান মল্লিকের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ
মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর মির্জাগঞ্জের ফোরকান মল্লিকের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হয়। প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল যুক্তি উপস্থাপন করেন।
মামলার কার্যক্রম মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। এ সময় আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সালাম খান।
মঙ্গলবার আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শুরু হবে।
গত বছরের ১৮ ডিসেম্বর এই আসামির বিরুদ্ধে হত্যা-গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্মান্তরকরণ ও দেশান্তরকরণসহ ৫টি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে অভিযোগ গঠন করা হয়।
আরএস/আরআই
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা