ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন অনুমোদন

প্রকাশিত: ১০:৩৮ এএম, ০১ জুন ২০১৫

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) আইন-২০১৫’এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের সঙ্গে অন্য যে কোনো দেশের সরকার পর্যায়ে (জি টু জি) অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সুযোগ রেখে আইনের সংশোধনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন।

আইন সংশোধনের ফলে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় শুধুমাত্র তথ্য প্রযুক্তি (আইসিটি) শিল্প স্থাপন করা যবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন-২০১০’এ চার ধরনের অর্থনৈতিক অঞ্চল স্থাপন করার বিধান রয়েছে।

তিনি বলেন, বিদ্যমান আইনে সরকারি, বেসরকারি, সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব এবং বিশেষায়িতভাবে অর্থনৈতিক অঞ্চল করার বিধান আছে। তবে দুই দেশের সরকার পর্যায়ে অর্থনৈতিক অঞ্চল করার বিধান নেই।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর সফরের সময় বিভিন্ন দেশ বাংলাদেশ সরকারের সঙ্গে অর্থনৈতিক অঞ্চল স্থাপন করতে আগ্রহ প্রকাশ করেছে। এ জন্য সংশোধিত আইনে অন্য দেশের সরকারের অংশীদারিত্বের ভিত্তিতে এ সুযোগ রাখা হয়েছে।

সংশোধিত আইনে সরকার টু সরকার পর্যায়ে অর্থনৈতিক অঞ্চল গঠনে কমিটি গঠন করা হবে। এই কমিটি কিভাবে গঠন করা হবে তা আইনের বিধি প্রণয়নের মাধ্যমে ঠিক করা হবে।

মোশাররাফ হোসাইন বলেন, বিদ্যমান আইনে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় অর্থনৈতিক অঞ্চল করা যাবে না বলে উল্লেখ রয়েছে। তবে সংশোধিত আইনে এসব এলাকায় শুধুমাত্র আইসিটি শিল্প স্থাপন করা যাবে।

এসএ/আরএস/আরআই