ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রতি রেলমন্ত্রীর আহ্বান

প্রকাশিত: ০২:৫২ পিএম, ৩১ মে ২০১৫

রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার জাতীয় প্রেসক্লাবে কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বৃহত্তর কুমিল্লার ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ ফাউন্ডেশন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের চেয়ারম্যান মাহবুবুর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনোয়ার ফারুক ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান হাসান আহমেদ।

রেলপথমন্ত্রী বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর জন্য মা-বাবার অবদান সবচেয়ে বেশি। তাদের বিনিয়োগই শ্রেষ্ঠ বিনিয়োগ। ভবিষ্যতে এমন কিছু করবে যাতে মা-বাবার মুখ উজ্জল হয়।

গরীব মেধাবী শিক্ষার্থীদের সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের জন্য রেলভবনের দরজা সবসময় খোলা থাকবে। ভবিষ্যতেও এমন ফলাফল করে দেশের মুখ উজ্জ্বল করবে বলে আশা করছি।

বিএ/আরআই