ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভিটামিন ‘এ’ সমৃদ্ধ তেল বিক্রয়ে বাধ্য করা হবে : শিল্পমন্ত্রী

প্রকাশিত: ১২:৫৯ পিএম, ৩১ মে ২০১৫

জনস্বার্থে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্য তেল বিক্রয়ে সংশ্লিষ্ট সব ব্যবসায়ীদের বাধ্য করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
 
রোববার জাতীয় পর্যায়ে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্য তেলের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা সৃষ্টিতে আয়োজিত র্যা লি পরবর্তী সমাবেশে বক্তৃতাকালে মন্ত্রী এ কথা বলেন। র্যা লিটির আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন “ফর্টিফিকেশন অব এডিবল অয়েল ইন বাংলাদেশ”।  
 
আমির হোসেন আমু বলেন, শিশু ও গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় স্বার্থে ইতোমধ্যে “ভোজ্য তেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন-২০১৩” পাস করা হয়েছে। এরপরও একটি মহল আইনের মারপ্যাঁচে ফেলে এ কর্মসূচিকে বাধাগ্রস্থ করার অপচেষ্টা চালিয়েছিলো। উচ্চ আদালতে রায়ের ফলে এখন থেকে বাধ্যতামূলকভাবে ভোজ্য তেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ করতে হবে। এখন যারা এই আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
 
তিনি এ আইন মেনে চলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্য তেল বাজারজাত করতে রিফাইনারি মালিকদের প্রতি আহ্বান জানান।  

শিল্পমন্ত্রী বলেন, দেশে সুস্থ সবল ও মেধাবী জনগোষ্ঠি গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার ইউনিসেফ এবং গেইন (গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রেশন (জিএআইএন) এর সহায়তায় ভোজ্য তেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধিকরণ কর্মসূচি গ্রহণ করেছে।

সমাবেশে অন্যদের মধ্যে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, প্রকল্প পরিচালক ও মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মো. লুৎফর রহমান তরফদার বক্তব্য রাখেন।

এসআই/এসকেডি/পিআর