ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সরকারি খরচে তিন শতাধিক হজযাত্রীর তালিকা চূড়ান্ত

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৪৬ এএম, ০৬ আগস্ট ২০১৭

সরকারি খরচে হজ পালনের জন্য তিন শতাধিক হজযাত্রীর তালিকা চূড়ান্ত করেছে ধর্ম মন্ত্রণালয়। আজ কিংবা আগামীকাল এ তালিকা প্রকাশ হতে পারে। এ তালিকায় প্রধানমন্ত্রীর কার্যালয় অনুমোদন দিয়েছে। এ তালিকায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্বাচিত ভিআইপি ব্যক্তিরা ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ধর্মপ্রাণ মুসল্লির নাম রয়েছে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিগত বছরগুলোতে আরও আগেই সরকারি খরচে হজ পালনের জন্য নির্বাচিত হজযাত্রীদের তালিকা প্রকাশ করা হলেও এবার হজ গমনেচ্ছুদের তদবিরকারীর সংখ্যা বেশি পাওয়ায় আবেদনকারীদের তালিকা চূড়ান্ত করতে ধর্ম মন্ত্রণালয় শেষ পর্যন্ত তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়। সেখানে পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই-বাছাই করে ৩০০ জনের তালিকা তৈরি করা হয়। ইতোমধ্যে প্রধানমন্ত্রী চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকায় সম্মতি প্রদান করেছেন। ফলে দ্রুততম সময়ে এ তালিকা প্রকাশ করা হবে।

জানা গেছে, প্রতি বছরই ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন শ্রেণি ও পেশার ধর্মপ্রাণ মুসল্লিদের সম্পূর্ণ সরকারি খরচে হজে পাঠানো হয়। এ তালিকায় ধর্মপ্রাণ মুসল্লিদের অন্তর্ভুক্ত করার নিয়ম থাকলেও তালিকায় খুবই কম সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির ঠাঁই হয় বলে অভিযোগ রয়েছে।

সরকারি খরচে হজে যাওয়ার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে হজগমনেচ্ছুরা কয়েক মাস আগে থেকেই তদবির শুরু করেন।

ধর্ম মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেন, সরকারি খরচে হজে যাওয়ার একটি নীতিমালা থাকা প্রয়োজন। তদবিরের জোরে অনেকে হজে যাওয়ার সুযোগ পান কিন্তু তাদের মধ্যে অনেকেই মসজিদমুখী হন না। এটা খুবই দুঃখজনক বলে কর্মকর্তারা মন্তব্য করেন।

সরকারি খরচে হজ পালনের তালিকা প্রকাশ সম্পর্কে জানতে চাইলে ধর্ম সচিব মো. আবদুল জলিল বলেন, তালিকা প্রায় চূড়ান্ত। এবার ৩০০ জনের মতো সরকারি খরচে হজ পালনের সুযোগ পাবেন।

এমইউ/জেএইচ/জেআইএম

আরও পড়ুন