ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘বাশারেরা থামে না, তাদের থামতে নেই’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৬ এএম, ০৬ আগস্ট ২০১৭

‘পুলিশ সদস্যরা রাতজাগা পাখি। বৃষ্টিতে ভিজে এলাকা টহল দেয়াই তাদের কাজ। যেন কোনো ক্ষতি না হয়ে যায়! দেশে একমাত্র চাকরি পুলিশের চাকরি, যার দায়িত্বের সর্বোচ্চ স্যাক্রিফাইস মৃত্যু। তাও বাংলাদেশ পুলিশ থেমে যাবে না, থেমে যায় না।’

শনিবার রাতে ডেমরা থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই) পিকআপভ্যানের ধাক্কায় আহত হওয়ার পর নিজের এ অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এভাবেই ব্যক্ত করেছেন রাজধানীর ডেমরা জোনের সহকারী কমিশনার ইফতেখায়রুল ইসলাম।

দুর্ঘটনার খবর পেয়ে রাতেই বাশারকে দেখতে হাসপাতালে যান ডেমরা জোনের এসি ইফতেখায়রুল ইসলাম।

পরে তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আমাদের সিনিয়রদের মাসে ৫টি করে নাইট রাউন্ড থাকে! জুনিয়রদের আরও বেশি থাকে! পুলিশ সদস্যরা রাত জাগা পাখি। বৃষ্টিতে ভিজে এলাকা টহল দেয়াই তাদের কাজ, যেন কোনো ক্ষতি না হয়ে যায়....! আজ আমারও নাইট রাউন্ড ছিল! রাউন্ড চলাকালীন সময়ে খারাপ সংবাদটি পেলাম, আমাদের ডেমরা থানার এএসআই আবুল বাশার মারাত্মকভাবে আহত হয়েছে পিকআপের ধাক্কায়! সাথে সাথে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পৌঁছানোর পর দায়িত্বরত ডাক্তার জানান বুকের সাতটি হাড় ও পায়ের একটি হাড় ভেঙে গেছে! তবে বলেছেন বিপদের বাইরে আছেন আমাদের ভাই বাশার। আল্লাহর কাছে শুকরিয়া, গাড়ি উপর দিয়ে যাওয়ার পরও বাশার সর্বোচ্চ ক্ষতি থেকে বেঁচে গেছে!’

তিনি লেখেন, ‘বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশে একমাত্র চাকরি পুলিশের চাকরি, যার দায়িত্বের সর্বোচ্চ স্যাক্রিফাইস মৃত্যু......তাও বাংলাদেশ পুলিশ থেমে যাবেনা, থেমে যায়না.... বাশারেরা থামে না, তাদের থামতে নেই।’

জানতে চাইলে এসি ইফতেখায়রুল জাগো নিউজকে বলেন, ‘আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা সবচেয়ে সৌভাগ্যবান মানুষদের পুলিশের চাকরিতে সুযোগ করে দেন। এখান থেকে প্রতিদিন না চাইলেও সর্বোচ্চ সেবা দেয়া হয়। আর চাইলে মানুষের হৃদয়ে ঠাঁই করে নেওয়া যায়! বাশারের জন্য দোয়া করবেন আপনারা।’

ডেমরা থানা ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে ডেমরার বাঁশেরপুল বাসস্ট্যান্ডের কাছে টহল ডিউটিতে ছিলেন এএসআই আবুল বাশার। রাতে ২টা ১০ মিনিটের দিকে দ্রুতগামী একটি পিকআপভ্যান সজোরে ধাক্কা দেয় আবুল বাশারকে। এতে ছিটকে দূরে পড়েন তিনি। পরে সহকর্মীরা দ্রুত আবুল বাশারকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

আহত এএসআই আবুল বাশারের বাড়ি বাগেরহাট জেলার সদর উপজেলার মান্দ্রা গ্রামে।

ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, এএসআই আবুল বাশারের বুকের সাতটি হাড় ও পায়ের একটি হাড় ভেঙে গেছে।

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আহমদ জানান, এএসআই আবুল বাশারের চিকিৎসা চলছে। থানা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহায়তা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষও খোঁজখবর রাখছেন।

জেইউ/এসআর/এমএস

আরও পড়ুন