অভিবাসী সমস্যায় বাংলাদেশের দায় নেই: পররাষ্ট্র সচিব
মানব পাচারের শিকার হয়ে অসহায় অবস্থায় থাকা অভিবাসী ও শরনার্থীদের নিয়ে চলমান সংকট সৃষ্টিতে বাংলাদেশের কোন দায় নেই মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব শহিদুল হক। সাগরে হাজার হাজার ভাসমান মানুষদের উদ্ধার ও চলমান সংকট সমাধানে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিশেষ সম্মেলনে যোগদান শেষে শনিবার দেশে ফিরে তিনি এ কথা বলেন।
শহিদুল হক বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বুঝতে পেরেছে যে, এই সংকটের জন্য বাংলাদেশ একক ভাবে দায়ী নয়। আর এর সমাধানে মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং বাংলাদেশকে এক সাথে কাজ করতে হবে। তবেই এই সংকট সমাধান হবে বলে তিনি মনেকরেন।
এদিকে, চলতি বছরের প্রথম তিন মাসে কমপক্ষে ২৫ হাজার বাংলাদেশি এবং রোহিঙ্গা মানব পাচারের শিকার হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। তাই চলমান এই সংকট সমাধানে বিশ্ব নেতারা থাইল্যান্ডে ওই বৈঠকে বসে।
জেআর/এমএস