ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৭ ভাগ হজযাত্রী রিপ্লেসমেন্টের সুযোগ পাচ্ছে বেসরকারি এজেন্সি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০৫ আগস্ট ২০১৭

বেসরকারি হজ এজেন্সিগুলো শতকরা সাত ভাগ হজযাত্রী রিপ্লেসমেন্টের (প্রতিস্থাপন) সুযোগ পাবে। ইতোপূর্বে ধর্ম মন্ত্রণালয় শতকরা চার ভাগ পর্যন্ত রিপ্লেসমেন্টের সুযোগ দিলেও মাহরাম, মৃত্যু ও অসুস্থতাজনিত কারণে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর এক আবেদনের পরিপ্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় আরও তিন ভাগ হজযাত্রী রিপ্লেসমেন্টের সুযোগ প্রদানের সিদ্ধান্ত নেয়।

গত বৃহস্পতিবার (৩ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ-২) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত শতকরা তিন ভাগ রিপ্লেসমেন্ট প্রাপ্তির ক্ষেত্রে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের অনুমোদন নিতে হবে।

মন্ত্রীর অনুমোদনের পর আগের মতোই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে গঠিত রিপ্লেসমেন্ট কমিটি সার্বিক কার্যক্রম সম্পাদন করবে। আগামীকাল রোববার (৬ আগস্ট) থেকে মঙ্গলবার (৮ আগস্ট) পর্যন্ত বিভিন্ন এজেন্সিকে অনলাইনে হজযাত্রী রিপ্লেসমেন্টের আবেদনপত্র জমা দিতে হবে।

আজ (শনিবার) ঢাকা হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত শতকরা তিন ভাগ হজযাত্রী রিপ্লেসমেন্টের জন্য আগের মতো অনলাইনে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্রের হার্ড কপি আগামী মঙ্গলবারের মধ্যে হজ অফিস ঢাকায় জমা দিতে হবে।

এমইউ/বিএ/আরআইপি

আরও পড়ুন