রানা প্লাজা ধস : দুই মামলার চার্জশিট দাখিল হচ্ছে আজ
আলোচিত রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা দুটি মামলার চার্জশিট হচ্ছে আজ (রোববার)। মামলার মূল আসামি সোহেল রানা, তার বাবা ও মা-সহ মোট ৪২ জনের নাম উল্লেখ করে চার্জশিট দাখিল করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে চার্জশিট জমা দেবেন বলে জাগো নিউজকে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর।
শনিবার দিবাগত রাত সোয়া ১টায় জাগো নিউজকে বলেন, ‘আজ (রোববার) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দুটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।’
সোহেল রানা, তার বাবা ও মা-সহ মোট ৪২ আসামির নাম উল্লেখ করে এই তদন্ত প্রতিবেদন দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল বুধবার সাভারে ৯ তলা ভবন রানা প্লাজা ধসে পড়লে হাজারের বেশি পোশাক শ্রমিক মারা যান। আহত হন আরো সহস্রাধিক। এ ঘটনা আন্তর্জাতিক সব গণমাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করে।
ভবন ধসে প্রাণহানির ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে একটি মামলা করেন সাভার থানার এসআই ওয়ালী আশরাফ। সোহেল রানাসহ ২১ জনকে আসামি করা হয় ওই মামলায়। পরে মামলাটিতে অপরাধজনক প্রাণনাশেরও অভিযোগ আনা হয়।
অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় আসামিদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।
ইমারত বিধি মেনে রানা প্লাজা নির্মাণ করা হয়নি এমন অভিযোগে সাভার মডেল থানায় আরেকটি মামলা করেন রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ। এ মামলাতেও রানাসহ ১৩ জনকে আসামি করা হয়।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, এ মামলায় আনিত অভিযোগ প্রমাণিত হলে আসামিদের সর্বোচ্চ দুই বছর শাস্তি হতে পারে। মামলায় দুটির আসামিদের মধ্যে রানাসহ চারজন ছাড়া সব আসামি জামিন নিয়ে কারাগারের বহিরে আছেন।
দুই বছরেও বেশি সময় ধরে দায়ের করা আলোচিত মামলা দুটির তদন্ত শেষ করতে না পারায় সমালোচনা চলছিল সর্বমহলে।
জেইউ/আরএস