ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভিসাযুক্ত পাসপোর্ট ছাড়া হজক্যাম্পে থাকা যাবে না

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:৫২ এএম, ০৫ আগস্ট ২০১৭

ভিসাযুক্ত পাসপোর্ট বিমান টিকিট ছাড়া কোনো এজেন্সির হজযাত্রী আশকোনা হজক্যাম্পের ডরমেটরিতে থাকতে পারবেন না। শুক্রবার হজ অফিস, ঢাকার পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ পদক্ষেপ গ্রহণ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হলেও এমন ঘোষণায় চরম বিপাকে পড়েছেন বেসরকারি ব্যবস্থাপনার বিভিন্ন এজেন্সির শত শত হজযাত্রী।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। মোট হাজির প্রায় সবই বেসরকারি ব্যবস্থাপনার যাত্রী।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক এজেন্সির মালিক জানান, চলতি বছর ইলেকট্রিক (ই) ভিসাজনিত জটিলতার কারণে বিভিন্ন এজেন্সির যাত্রীদের কারও ভিসা আগে আবার কারও ভিসা দেরিতে হচ্ছে। ইচ্ছে করলেও এক গ্রুপে থাকা যাত্রীদের সকলের ভিসা না হলে বিছিন্নভাবে যাত্রীদের সৌদি আরব পাঠানো সম্ভব হচ্ছে না। এ কারণে হজ পরিচালকের এমন নির্দেশনা হজযাত্রীদের ভোগান্তি বৃদ্ধি করবে বলে তারা মন্তব্য করেন।

এমইউ/এআরএস/এমএস

আরও পড়ুন