ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নেদারল্যান্ডস গভীর সমুদ্রবন্দর নির্মাণে ৩০ মিলিয়ন ইউরো দেবে

প্রকাশিত: ১০:৫৫ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৪

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, গভীর সমুদ্রবন্দর নির্মাণ এবং ভোলার নদীভাঙন রোধসহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৩০ মিলিয়ন ইউরো আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নেদারল্যান্ডসের একটি সরকারি প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেয়। তোফায়েল আহমেদ বলেন, প্রতি বছর নেদারল্যান্ডে বাংলাদেশ ৮৫৮ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। আর নেদারল্যান্ড বাংলাদেশে ১৬২ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। তিনি আরো বলেন, ভোলায় নদীভাঙন ঠেকাতে নেদারল্যান্ডস সহায়তার আশ্বাস দিয়েছে। তারা  বাংলাদেশে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের আগ্রহও প্রকাশ করেছে।