শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পশুর হাট না বসানোর নির্দেশ
শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে কোরবানির পশুর হাট না বাসনোর নির্দেশ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে সম্প্রতি মাঠ প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
প্রতি বছরই ঈদুল আজহার আগে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসানোর অভিযোগ ওঠে। এতে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটে। তবে এবার যেন এ ধরনের কোনো অভিযোগ না ওঠে তাই আগে থেকেই নির্দেশনা দেয়া হয়েছে।
শুধু শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ নয়, খেলার মাঠ, রেললাইন ও মহাসড়কের কাছাকাছি এলাকাসহ জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন স্থানে ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট না বাসানোর নির্দেশ দেয়া হয়েছে চিঠিতে।
নির্দেশনার চিঠিটি সকল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, পৌরসভার মেয়র বা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়র পরিষদের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।
উল্লেখ্য, জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ সেপ্টেম্বর বাংলাদেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।
আরএমএম/আরএস/পিআর