ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কমেছে শতভাগ পাসের প্রতিষ্ঠানও

প্রকাশিত: ০৫:৫০ এএম, ৩০ মে ২০১৫

জিপিএ-৫ ও পাসের হারের পাশাপাশি কমেছে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও। এবারে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে রাজনৈতিক অস্থিরতা এ কারণ বলে জানা গেছে।  শনিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল শিক্ষামন্ত্রী হস্তান্তরে সময় এ তথ্য জানা গেছে।

এ বছর সারাদেশে শতভাগ পাস করেছে ৫ হাজার ৯৫টি শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে গতবার এ সংখ্যা ছিল ৬ হাজার ২১০টি। সে হিসাবে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ২১৫টি। ২০১৩ সালে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫ হাজার ৯২টি।

এএইচ/এমএস