ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আয়-ব্যয়ের হিসাব দিতে সময় চাইল ৫ রাজনৈতিক দল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০১ আগস্ট ২০১৭

আয়-ব্যয়ের হিসাব দিতে আরও সময় চেয়েছে দেশের ৫টি রাজনৈতিক দল। নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে এর মধ্যে ৩৫টি দল ২০১৬ সালের আয়-ব্যয়ের হিসাব দিয়েছেন।

গতকাল ৩১ জুলাই সোমবার এই হিসাব দেয়ার সময় শেষ হলেও পাঁচটি দল তা দিতে পারেনি। তবে সময় বাড়ানো হবে কিনা তা এখনও সিদ্ধান্ত নেয়নি ইসি। আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের কাছে ইসি সচিবালয় এ সংক্রান্ত ফাইল উপস্থাপন করবে। ইসির অনুমোদন পেলে সময় বাড়বে।

জানা যায়, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও ইসলামী ঐক্যজোট এই পাঁচটি দল সময় চেয়েছে।

প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলকে প্রতিবছর তাদের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জানাতে হয়।

এইচএস/জেএইচ/এমএস

আরও পড়ুন