ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৬০ বিঘার বেশি জমি থাকলেই বাজেয়াপ্ত!

প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২৯ মে ২০১৫

ভূমি আইনের পরিবর্তন আসছে। জনগণ ও কৃষিস্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব দিয়ে ইতোমধ্যে নতুন `ভূমি সংস্কার আইন`-এর খসড়াও চূড়ান্ত করেছে ভূমি মন্ত্রণালয়।

খসড়ায় বলা হয়েছে, কোনো ব্যক্তি বা তার পরিবার ৬০ বিঘার বেশি কৃষি জমির মালিক থাকলে হস্তান্তর, উত্তরাধিকার, দান বা অন্য কোনো উপায়ে নতুন কৃষিজমি অর্জন করতে পারবেন না।

এ ক্ষেত্রে কারো ৬০ বিঘার বেশি জমি থাকলে অতিরিক্ত জমি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। তবে বিশেষ ক্ষেত্রে জনকল্যাণে এবং সরকারের অনুমোদনক্রমে ৬০ বিঘার বেশি জমি অর্জন করা যাবে বলেও খসড়া আইনটিতে বলা হয়েছে।

ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, আইন ও ভূমি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সম্প্রতি ভূমি সংস্কার আইনের খসড়াটি চূড়ান্ত করা হয়। এখন খসড়া আইনটির বিভিন্ন দিক মন্ত্রণালয় খতিয়ে দেখছে। জুনের মাঝামাঝি সময়ে খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে উপস্থাপন করা হবে।

খসড়া আইনটি বিল আকারে জাতীয় সংসদে পাস হলে ভূমি সংস্কার নিয়ে আইনি ও প্রশাসনিক জটিলতা দূর হবে। নতুন এই আইন কার্যকর হলে তিন দশক আগের পুরনো `ভূমি সংস্কার আইন, ১৯৮৪` বিলুপ্ত হবে।

ভূমি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, জনকল্যাণের নামে যাতে আবাসন ও বাণিজ্যিক কোম্পানিগুলো কৃষিজমির মালিকানা অর্জন করতে না পারে, আইনে সে বিষয়টি উল্লেখ থাকা প্রয়োজন ছিল।

আইনে বিষয়টি পরিষ্কার করে না দেওয়া হলে ভবিষ্যতে জনকল্যাণ স্বার্থের দোহাই দিয়ে স্বার্থান্বেষী মহল এর সুবিধা নিতে পারে।

বিএ/এলএ