হজ ভিসা আবেদনের শেষ সময় ১৭ আগস্ট
চলতি বছর হজে অংশগ্রহণকারী বিভিন্ন এজেন্সির ক্ষেত্রে আগামী ১৭ আগস্ট পর্যন্ত ভিসার জন্য আবেদনের সময়সীমা বেঁধে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ওই সময়ের পর আর ভিসার আবেদন জমা নেবে না সৌদি দূতাবাস।
মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের অধীন ঢাকা হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন হজ এজেন্সিকে জরুরিভিত্তিতে পাসপোর্ট জমা দিতে অনুরোধ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও সৌদি সরকারের মধ্যকার হজ চুক্তি অনুযায়ী ২০১৭ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির মালিক/অংশীদারদের আগামী ১৭ আগস্ট পাসপোর্টে ভিসা প্রদানের সর্বশেষ দিন ধার্য করা হয়েছে। যেসব হজ এজেন্সি ভিসার জন্য ঢাকা হজ অফিসে পাসপোর্ট জমা দেয়নি, তাদের জরুরিভিত্তিতে ভিসার জন্য পাসপোর্ট জমা দিতে অনুরোধ করা হয়।
১৭ আগস্ট নির্ধারিত সময়সীমার পর ভিসার জন্য সৌদি দূতাবাস কোনো পাসপোর্ট গ্রহণ করবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
এমইউ/এসআর/পিআর