ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৪০ হাজার হজযাত্রীর হজ অনিশ্চিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০৫ এএম, ০১ আগস্ট ২০১৭

সহসা ভিসা জটিলতা না কাটলে ৪০ হাজার হজযাত্রীর হজ অনিশ্চিত বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। মঙ্গলবার সকালে হজক্যাম্পে বিমান শ্রমিক লীগের (সিবিএ) হজযাত্রীদের জন্য বিশেষ সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ হজযাত্রী পরিবহনে শতভাগ প্রস্তুত হলেও ভিসা না পাওয়ায় তাদের (হজযাত্রীদের) পরিবহন করতে পারছে না। সবচেয়ে বড় সমস্যা হবে ফ্লাইট বরাদ্দ নিয়ে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর জন্য বিমান আবেদন করেছে। সেগুলো পেলে সমস্যা হবে না। আর না পেলে ৪০ হাজার হজযাত্রীর হজ অনিশ্চিত হয়ে পড়বে।

বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিমান শ্রমিক লীগের এ কর্মসূচিতে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) ইনামুল বারী, বিমানের এমডি ও সিইও এএম মোসাদ্দিক আহমেদ, শ্রমিক লীগ (সিবিএ) সভাপতি মো. মশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভিসা জটিলতার ফলে হজযাত্রী সংকটের কারণে এখন পর্যন্ত বিমানের মোট পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

আরএম/আরএস/জেআইএম

আরও পড়ুন