ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চিকুনগুনিয়া কমছে : জাতীয় কমিটির পর্যবেক্ষণ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০২:২৬ এএম, ০১ আগস্ট ২০১৭

রাজধানীসহ সারাদেশে চিকুনগুনিয়ার প্রকোপ কমছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ও নতুন রোগীর সংখ্যা কমছে। রোববার মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে চিকুনগুনিয়া জাতীয় পর্যবেক্ষণ কমিটির সভায় এ অভিমত ব্যক্ত করা হয়।

সোমবার আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক এনায়েত হোসেন, বিভিন্ন বিভাগের পরিচালক, আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা, নাগরিক সমাজের প্রতিনিধি সৈয়দ আবুল মকসুদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ এ এম জাকির হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার, বিএমএ প্রতনিধি, বাংলাদেশ মেডিসিন সোসাইটির প্রতনিধি এবং ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতনিধিরা উপস্থিত ছিলেন।

জাতীয় কমিটির পর্যবেক্ষণমূলক সভায় বক্তারা জানান, চিকুনগুনিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে, নতুন রোগীর সংখ্যা কমছে। তবে ডেঙ্গু পরিস্থিতির প্রতি সতর্ক নজর রাখতে হবে, যদিও পরিস্থিতি এখনো স্বাভাবিক। অন্তত আগামী কয়েক মাস পর্যন্ত সতর্কতা অব্যাহত রাখতে হবে।

তারা জানান, কীটতাত্ত্বিক জরিপের প্রাথমিক ফলাফল পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে, এডিস মশার প্রজনন কমছে, তবে তা এখনো স্বাভাবিকের চেয়ে বেশি । তাই সিটি কর্পোরেশনসমূহ তাদের মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখবে।

চিকুনগুনিয়া পরবর্তী গিরা ব্যথা উপশমের জন্য রোগীকে সরকারি হাসপাতালে আর্থালজিয়া ক্লিনিকে যোগাযোগ করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ফিজিওথেরাপি প্রয়োগ করা যাবে না। বেসরকারি চিকিৎসকরাও যেন তাদের কাছে আগত চিকুনগুনিয়া রোগীর তথ্যের রিপোর্ট স্বাস্থ্য কর্তৃপক্ষকে নিয়মিত পাঠান তা নিশ্চিত করতে হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এমইউ/এআরএস/জেআইএম

আরও পড়ুন