ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ইসির সংলাপে আমন্ত্রিত ৫৯, উপস্থিতি ৩০

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০৩ এএম, ৩১ জুলাই ২০১৭

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত রোডম্যাপ নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ চলছে। সংলাপে ৫৯ প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নিয়েছেন মাত্র ৩০ জন।

সোমবার বেলা ১১টার পর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ মত বিনিময় সভা শুরু হয়। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিইসি কে এম নূরুল হুদা। এ ছাড়া চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনায় উপস্থিত রয়েছেন। সঞ্চালনা করছেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।

এদিকে, অনুষ্ঠানে শুরুতে সাংবাদিকদের ছবি তোলার অনুমতি দেয়া হলেও মত বিনিময় সভায় কাউকে থাকতে দেয়া হয়নি।

২০১৯ সালের ২৮ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে গত ১৬ জুলাই দেড় বছরের কর্মপরিকল্পনা প্রকাশ করে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে রাজনৈতিক দল, নির্বাচন পরিচালনা বিশেষজ্ঞ, গণমাধ্যম প্রতিনিধি, পর্যবেক্ষক ও নারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ইসির এই মতবিনিময়।

সোমবারের বৈঠকের কার্যপত্রে দেখা যায়, কর্মপরিকল্পনার সাতটি বিষয় ছাড়াও প্রাসঙ্গিক অন্য বিষয়েও নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামত শুনতে চেয়েছে ইসি।

নাগরিক সমাজের আমন্ত্রিত প্রতিনিধিদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, এম হাফিজ উদ্দিন খান, সাবেক সচিব এ এইচ এম কাশেম, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারেক শামসুর রহমান, সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ সংলাপে উপস্থিত আছেন।

এ ছাড়া সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, সাবেক রাষ্ট্রদূত এ এফ গোলাম হোসেন, সাবেক সচিব রকিব উদ্দিন মণ্ডল, অধ্যাপক সলিমুল্লাহ খান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, সিপিডির সম্মানিত ফেলো দ্রেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক এমএম আকাশ, অধ্যাপক অজয় রায়, অধিকারকর্মী খুশী কবির, সাইফুল হক, সঞ্জীব দ্রং, ফিলীপ গায়েন, ব্রতীর নির্বাহী শারমিন মুর্শিদ, অধ্যাপক দিলারা চৌধুরী, কলাম লেখক মহিউদ্দিন আহমদ, অধ্যাপক মাহবুবা নাসরিন, কবি লুবানা হাসান আলোচনায় অংশ নিয়েছেন।

পরে এসে সংলাপে যোগ দেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, পিএসসির সাবেক চেয়ারম্যান সা’দত হুসাইন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, অধ্যাপক আসিফ নজরুল ও অধ্যাপক তাসনিম সিদ্দিকী।

ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান গতকাল (রোববার) বলেছিলেন, আমন্ত্রিত ৫৯ নাগরিকের মধ্যে ৪০ জনের মত উপস্থিত থাকতে পারেন।

ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেছিলেন, এ মতবিনিময় সভায় মূলত উনাদের কাছ বক্তব্য শুনবো। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সময় রাখা হয়েছে। তবে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকে বক্তব্য রাখবেন সময় দেয়া হবে।

এমএম/আরএস/জেআইএম

আরও পড়ুন