ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শোক দিবসে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের মাসব্যাপী কর্মসূচি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০১:০৪ পিএম, ২৯ জুলাই ২০১৭

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

শনিবার (২৯ জুলাই) সকালে ঢাকার মতিঝিলস্থ ক্যাফে মুক্তি চাইনিজ রেস্টরেন্টে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুর সভাপতিত্বে এ কর্মসূচি চূড়ান্ত করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে ১ আগস্ট সকাল ৮টায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুলের নেতৃত্বে ৩২ নং ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হবে।

৫ আগস্ট সেগুনবাগিচার জুম স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ৮ আগস্ট ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর সহধর্মিণী ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা।

১৫ আগস্ট সকালে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, সকাল ৮টায় ৩২নং ধানমন্ডির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া মাহফিল, সকাল ১০টা থেকে কেন্দ্রীয় কার্যালয়ে কোরআনখানি, দুপুরে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে দুস্থদের মাঝে খাবার বিতরণ, বিকেলে আলোচনা ও দোয়া মাহফিল।

১৯ আগস্ট জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আলোচনা সভা। ৩১ আগস্ট বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান।

শাহাদৎবার্ষিকী উপলক্ষে ‘চেতনায় বঙ্গবন্ধু’ নামের স্মরণিকা, বঙ্গবন্ধুর চিত্রকর্ম সম্বলিত পোস্টার প্রকাশ এবং মাসব্যাপী ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা’ শীর্ষক প্রচারাভিযান পরিচালিত হবে।

এফএইচএস/এমআরএম/এমএস

আরও পড়ুন