ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সূত্রাপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৫

প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২৮ মে ২০১৫

রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৮ টায় লক্ষীবাজারস্থ মহানগর মহিলা কলেজের সামনে থেকে তাদের গ্রেফতার করে সূত্রাপুর থানা পলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, শ্রী সাগর লস্কর ওরফে তারক, সৈকত চৌকিদার, মন্টি দাস, জুয়েল ও জানে আলম। এ সময় তাদের কাছ থেকে নগদ এক লক্ষ টাকা, একটি মোবাইল ফোন ও দু’টি সিম কার্ড উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র(মিডিয়া) সহকারী কমিশনার (এসি) রবিউল আরাফাত লেলিন।

উল্লেখ্য, গত ১৪ মে জিসান গ্রুপের পরিচয় দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে আব্দুর রহিম পাটোয়ারীর নিকট ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে তারা। চাঁদা না দিলে পাটোয়ারীকে খুন ও তার মেয়েকে অপহরণের হুমকি দেয়া হয়। এ বিষয়ে আব্দুর রহিম সূত্রাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করলে তদন্তের এক পর্যায়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

জেইউ/এসকেডি/এসএইচএস/একে/আরআই