ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকায় ২ দিনের পানি সম্মেলন শুরু শনিবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫৯ এএম, ২৭ জুলাই ২০১৭

দুইদিন ব্যাপী ‘ঢাকা পানি সম্মেলন-২০১৭’ শুরু হচ্ছে শনিবার (২৯ জুলাই)। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, এবার পানি সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘ওয়াটার সাসটেইনস ডেভেলপমেন্ট’ বা টেকসই উন্নয়নে পানি। সম্মেলনে এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া ও ডেল্টা কোয়ালিশনভুক্ত অঞ্চলের ২৭টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নেতৃত্বে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। আয়োজনের মূল দায়িত্ব রয়েছে স্থানীয় সরকার বিভাগ। একইসঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় ডেল্টা কোয়ালিশন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় শেরপা সভার আয়োজন করছে।

তিনি বলেন, সম্মেলনে নিরাপদ পানি, স্যানিটেশন, পানির গুণগত মান, ব্যবহার এবং সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর চারটি কারিগরি আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে। এ আলোচনায় আটটি সুনির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ ও মতামত নেওয়া হবে।

সম্মেলনের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে পরামর্শ করে ঢাকা পানি ঘোষণাপত্র গৃহীত হবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, নিরাপদ পানির গুরুত্ব উপলদ্ধি করে এসডিজি বা টেকসই উন্নয়নের ১৭টি লক্ষ্যের মধ্যে একটি লক্ষ্য সরাসরি পানির সঙ্গে সম্পৃক্ত, সেটি হচ্ছে লক্ষ্য-৬।

এসডিজি-৬ এর লক্ষ্য একক প্রচেষ্টায় অর্জন করা সম্ভব নয় জানিয়ে মন্ত্রী বলেন, আমরা আশা করি এসডিজি-৬ এর বর্ণিত পানি সম্পর্কিত লক্ষ্যগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য এই সম্মেলনে একটি কার্যকরী মঞ্চ হিসেবে ভূমিকা পালন করবে।

সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে পানি বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়, সহযোগিতার হাত আরও শক্তিশালী করার জন্য উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি, পানি বিশেষজ্ঞ, বিজ্ঞানী এবং নীতি নির্ধারকদের একত্রিত করা, বলেন খন্দকার মোশাররফ।

তিনি বলেন, পানি সরবরাহ স্যানিটেশন এবং পানিসম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং এর সমাধানের উপায় বের করতে নীতি-নির্ধারকদের মধ্যে আলোচনার সুযোগ সৃষ্টির মাধ্যমে এসডিসি-৬ লক্ষ্যমাত্রা অর্জনে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা এই সম্মেলনের অন্যতম আরেকটি উদ্দেশ্য।

সরকারি প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা এবং আন্তর্জাতিক এনজিও প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন বলে মন্ত্রী জানান।

সংবাদ সম্মেলনে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।

এমএআর/এসআর/জেআইএম

আরও পড়ুন