সেতুবন্ধন তৈরি করে ডিসি সম্মেলন : সৈয়দ আশরাফ
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের মাধ্যমে সরকারের সঙ্গে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সেতুবন্ধন তৈরি হয়। সম্মেলনের দ্বিতীয় দিনের পঞ্চম কার্য-অধিবেশন শেষে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।
বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন অনুষ্ঠিত হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের এ কার্য অধিবেশনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সভাপতিত্ব করেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান এ সময় উপস্থিত ছিলেন।
জনপ্রশাসনমন্ত্রী বলেন, ‘প্রতি বছরই এটা (ডিসি সম্মেলন) হয়, যারা মাঠপর্যায়ে থাকেন তারা আসেন, একসঙ্গে আমরা মতবিনিময় করি। গতবার কী অ্যাচিভ (অর্জন) করলাম, আগামীতে কী প্রকল্প গ্রহণ করলাম; মাঠপর্যায়ের যারা এখানে আসেন তাদের কাছ থেকেও আমাদের মতামত নেয়ার সুযোগ হয়। সরকারের সঙ্গে মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সেতুবন্ধন তৈরি হয়।’
প্রশাসনের কর্মকর্তাদের শান্তিরক্ষা মিশনে যাওয়ার প্রস্তাব ছিল, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না- জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, ‘এ বিষয়ে লিখিত প্রেস ব্রিফিং দিয়ে জানানো হবে।’
ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রাখার বিষয়ে ডিসিদের দাবি ছিল- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতেই মন্ত্রী বলেন, ‘অফকোর্স (অবশ্যই), অনেক দায়িত্ব সরকারের বিভিন্ন সংস্থাকে দেয়া হয়, সেগুলো সরকার বিবেচনা করে এবং সে অনুযায়ী তারা সমাধান করে।’
ডিসিদের প্রতি রাজনৈতিক কোনো নির্দেশনা ছিল কি না- জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফ বলেন, ‘এটা তো পলিটিক্যাল বিষয় না। যাদের সঙ্গে কথা বললাম তারা সবাই সিভিল সার্ভেন্ট। তারা কোনো পলিটিক্যাল পার্টির, সাংবাদিক কিংবা মিডিয়ারও না।’
বিভাগীয় কমিশনার পদটি গ্রেড- ১ করা নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও জানান জনপ্রশাসনমন্ত্রী।
সাম্প্রতিক সময়ে বরগুনা উপজেলার নির্বাহী কর্মকর্তাকে মামলাসহ হয়রানি করা নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘এটা কেউ উত্থাপন করেননি।’
এমএআর/জেআইএম