মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকবে : এটর্নি জেনারেল
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।
বুধবার মুজাহিদের আপিল মামলার রায়ের দিন ধার্য করার পর সাংবাদিকদের সঙ্গে এক প্রতিক্রিয়ায় এটর্নি জেনারেল এমন আশাবাদ ব্যক্ত করেন।
এটর্নি জেনারেল বলেন, মুক্তিযুদ্ধের শেষ দিকে বুদ্ধিজীবী হত্যার পেছনে পাক বাহিনীর অন্যতম সহযোগী আলবদরের ভূমিকা ছিলো অনস্বীকার্য। ওই সময় ছাত্রসংঘের সভাপতি হিসেবে মুজাহিদ আলবদরের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। যা আপিল শুনানিতে দেখানোর চেষ্টা করেছি।
মাহবুবে আলম বলেন, পাকিস্তানি এক লেখকের ‘আলবদর’ নামক বই আদালতে উপস্থিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মুজাহিদ ছাত্রসংঘের প্রধান ছিলেন। আলবদরের শীর্ষ নেতারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেখানে মুজাহিদও ছিলেন। আপিল শুনানিতে আমরা ট্রাইব্যুনালের রায়ের পক্ষে যুক্তি উপস্থাপন করে করে ট্রাইব্যুনালে দেয়া রায় বহাল রাখার আর্জি পেশ করেছি।
অপরদিকে আসামিপক্ষের আইনজীবী শিশির মো. মুনির সাংবাদিকদের কাছে মুজাহিদ খালাস পাবেন বলে আশা প্রকাশ করছেন।
মুজাহিদকে মানবতাবিরোধী অপরাধের দায়ে দেয়া মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আনা আপিলে উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি বুধবার শেষ হয়েছে। আগামী ১৬ জুন রায় ঘোষনা করা হবে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রায় ঘোষণার এ দিন ধার্য করে আদেশ দেয়। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
প্রসঙ্গত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ২০১৩ সালের ১১আগস্ট সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করেন মুজাহিদ। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশের রায় দেয় ট্রাইব্যুনাল-২। এ দিকে মুজাহিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনীত সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি ট্রাইব্যুনালে সন্দেহাতীতভাবে প্রমানিত হয়েছে।
এসকেডি/আরআই
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা