ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সচেতনতার অভাবে নারীরা সুবিচার বঞ্চিত : এসকে সিনহা

প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৬ মে ২০১৫

দেশে নারীর প্রতি সহিংসতা রোধে আইন আছে। কিন্তু আইনের যথাযথ প্রয়োগ ও সচেতনতার অভাবে নারীরা সুবিচার থেকে বঞ্চিত হন  বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

মঙ্গলবার সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘দারিদ্র্য, অজ্ঞতা ও আইনগত দুর্বলতার কারণে নির্যাতিত নারীরা আদালতের কাছে সুবিচার থেকে বঞ্চিত হন। ধর্ষণের শিকার নারীরা মর্যাদাহানি এবং জীবনের নিরাপত্তার কারণে নিজেকে লুকিয়ে রাখেন। যারা আদালতের শরণাপন্ন হন তারাও অনেক সময় উপযুক্ত সাক্ষ্য-প্রমাণের অভাবে সুবিচার পান না। এসব নারীদের সুবিচার প্রাপ্তি নিশ্চিত করতে আইনজীবীদের আরো সচেতন ও সংবেদনশীল হতে হবে।’

সুরেন্দ্র কুমার সিনহা বলেন, দরিদ্র নারীরা টাকার অভাবে মিথ্যা মামলায় বছরের পর বছর বিনা বিচারে জেলখানায় আটকে আছেন। তাদের সহযোগিতার জন্য আইনজীবীদের এগিয়ে আসতে হবে। তিনি দরিদ্র নারীদের সুবিচার প্রাপ্তি নিশ্চিত করতে আইনজীবীদের বিনামূল্যে আইন সহায়তা দেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, সুশীল সমাজের প্রত্যেকেরই কিছু সামাজিক দায়িত্ব আছে। তাদের সেই দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে তিনি সম্প্রতি মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশে পাচার হয়ে যাওয়া নারী-শিশুদের দেশে ফিরিয়ে আনার জন্য আইন সহায়তা প্রদানকারী বেসরকারী সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আপীল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মোঃ ইমান আলী, ব্যরিস্টার আমিরুল ইসলাম, সিনিয়র আইনজীবী সিগমা হুদা এবং সিনিয়র আইনজীবী ফৌজিয়া করিম ফিরোজ।

এসকেডি/আরআইপি