ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

প্রকাশিত: ০৭:৪১ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৪

ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা থেকে ঝড়ো হাওয়া এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার  সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া  পূর্বাভাসে বলা হয়েছে, উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাংশ হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত । এর একটির বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামোটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রৃবল অবস্থায় রয়েছে।

ঢাকায় আজ সোমবার সূর্যাস্ত ৬ টা ১০ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ৪৩ মিনিটে।