আল্লাহর সন্তুষ্টি না মিললে ইহকাল-পরকাল বরবাদ
‘স্বচ্ছল ও সামর্থবান মুসলমান হিসেবে হজ একবারই ফরজ। জীবনে প্রথম হজ করেছি ২০১২ সালে। কিন্তু আল্লাহর ঘর তাওয়াফ করার কী যে সুখের অনুভূতি তা ভাষায় প্রকাশ করতে পারব না। চেষ্টা করছিলাম আবার হজে যাব। আল্লাহ সে দোয়া কবুল করেছেন। আল্লাহর সন্তুষ্টি না মিললে আসলে ইহকাল ও পরকাল দুই জীবনই বরবাদ।’
দ্বিতীয়বারের মতো হজে যাচ্ছেন মো. হাবিবুর রহমান। ৬৫ বছর বয়সী এ হজযাত্রীর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। শনিবার দুপুরে উত্তরাস্থ হজক্যাম্পে এভাবেই জাগো নিউজের কাছে নিজের অনুভূতি প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আল্লাহ তায়ালা শারীরিক ও আর্থিকভাবে স্বচ্ছল মুসলমানদের জন্য হজ ফরজ করেছেন। তবুও শারীরিক ও আর্থিকভাবে স্বচ্ছল কত মুসলমান হজে যাওয়ার সুযোগ পান না। তাদের জন্য বড়ই দুঃখ হয়। আল্লাহ মেহেরবান, এবার দ্বিতীয়বারের মতো স্ত্রীকে নিয়ে কাবা ঘরে যাচ্ছি।’
দুই ছেলে দুই মেয়ের বাবা হাবিবুর রহমান বলেন, ‘ছেলে সাবেক সেনা কর্মকর্তা মেজর ফেরদৌস আলম কানাডায় থাকেন। অন্য ছেলে এমবিবিএস পড়ছেন। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। জীবন নিয়ে অপূর্ণতার আক্ষেপ নেই। এবার মায়ের বদলি হিসেবে হজে যাচ্ছি। মায়ের হজ সন্তান হিসেবে সম্পন্ন করতে চাই। আগামী মঙ্গলবার (২৫ জুলাই) রাতে ফ্লাইট। স্ত্রীকে নিয়ে আমার সন্তানরা বিদায় দিতে আসবে কাল। দোয়া করবেন, যেন আল্লাহ আমার হজব্রত কবুল করেন।’
শনিবার হজক্যাম্প ছিল হজযাত্রীদের পদচারণায় মুখর। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের হজ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর আগামী মঙ্গলবার হজফ্লাইটের যাত্রীদের সংখ্যা বাড়তে থাকে হজক্যাম্পে।
এবারের হ্জযাত্রা উপলক্ষে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। পুরো হজক্যাম্প নতুন রূপে সাজানো হচ্ছে। ক্যাম্পের সামনের রাস্তার ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। রঙিন আলোয় আলোকিত করা হয়েছে পুরো ক্যাম্প।
শনিবার দুপুর দেড়টায় কথা হয় শাহনাজ পারভীন নামে কিশোরগঞ্জের এক হজযাত্রীর সঙ্গে। তিনি বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী একসঙ্গে হজযাত্রী। জীবনের উপার্জিত টাকায় আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরে কাঁদব। আল্লাহ সন্তুষ্ট হলে জীবনে আর কিছুই প্রয়োজন নেই।’
তিনি বলেন, ‘২৫ তারিখ রাতে বাংলাদেশ বিমানে হজের ফ্লাইট। কিছু টুকিটাকি কাজ বাকি রয়েছে। সেসব যাতে নির্বিঘ্নে সেড়ে নিতে পারি সে জন্যই আগেভাগেই হ্জক্যাম্পে চলে আসা।’
‘স্বামী আতাউর রহমান কোর্টের প্রশাসনিক পদ থেকে সম্প্রতি অবসর নিয়েছেন। এক ছেলে আমেরিকাতে এমবিএ করছেন। মেয়ে ও জামাই ডাক্তার। জীবনের অপূর্ণতা নেই। এরপরও যদি আল্লাহর আদেশ অমান্য করি তবে পরকালে কোনো হিসাবই তার কাছে গ্রহণযোগ্য থাকবে না।’
হজক্যাম্পের পরিচালক মো. সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘এ বছর সব হাজীর ভিসা নিশ্চিত করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) প্রথম ফ্লাইট যাবে। এবার শৃঙ্খলার সঙ্গে সব কার্যক্রম চলছে। আশা করছি এবার হজযাত্রীরা কোনো ধরনের হয়রানি বা সমস্যা ছাড়াই হজব্রত পালনে ঢাকা ত্যাগ করতে পারবেন।’
জেইউ/বিএ/জেআইএম