ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

প্রকাশিত: ০৭:১৯ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৪

আজ ৮ সেপ্টেম্বর। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবসটি উপলক্ষে সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নের মূল কথা সাক্ষরতা আর দক্ষতা (লিটারেসি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট)।’ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। খবর বাসস।

দিবসটি উপলক্ষে ‘গার্লস অ্যান্ড উইমেন লিটারেসি অ্যান্ড এডুকেশন: ফাউন্ডেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণসাক্ষরতায় চ্যাম্পিয়ন ১৪টি দেশের প্রতিনিধিদের হাতে ইউনেস্কো লিটারেসি অ্যাওয়ার্ড তুলে দেবেন।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল এ কথা জানান।

উল্লেখ্য, ১৯৬৫ সালের নভেম্বরের ১৭ তারিখে ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঘোষণা করে। ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা এবং তাত্পর্য তুলে ধরার লক্ষ্যে দিবসটি নির্ধারণ করা হয়। ১৯৬৬ সালে বিশ্বে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়।