ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সম্মানে নৈশভোজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪৯ এএম, ১৪ জুলাই ২০১৭

ঢাকায় সফররত শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনার সম্মানে নৈশভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর একটি হেটেলে লাফ গ্যাস বাংলাদেশ এ আয়োজন করে।

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, লাফ গ্যাস বাংলাদেশের চেয়ারম্যান ডব্লিউ. কে. এইচ ওয়েগাপিটিয়া, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃর্পক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম ও লাফ গ্যাস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা সভায় নসরুল হামিদ বলেন, শ্রীলঙ্কা বিশ্বের মধ্যে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক দিকে এগিয়ে যাচ্ছে। তারা আইটি খাতে এগিয়ে যাচ্ছে। শিক্ষার মান উন্নত হচ্ছে। তাদের অর্থনীতিসহ সব দিক বাংলাদেশ অনুসরণ করে থাকে।

জুনায়েদ আহমেদ পলক বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে কঠোর পরিশ্রম করছে। এ দেশে ১৩ কোটি মানুষ মোবাইল ব্যবহার করে। এর মধ্যে সাত কোটি মানুষ ইন্টারেনট ব্যবহার করে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করে যাচ্ছে। দেশের সর্বক্ষেত্রে ডিজিটালের ছোঁয়া লেগেছে।

শাহরিয়ার আলম বলেন, দেশের জ্বালানি খাতকে আরও সমৃদ্ধ করতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।

লাফ গ্যাস বাংলাদেশের চেয়ারম্যান ডব্লিউ. কে. এইচ ওয়েগাপিটিয়া বলেন, ভোক্তার দোরগোড়ায় লাফ এলপি গ্যাস সহজলভ্য করার পাশাপাশি গুণগতমান ধরে রাখাই আমাদের লক্ষ্য। বিপুল চাহিদার কথা মাথায় রেখে দেশীয়ভাবে সিলিন্ডার উৎপাদন করে সাশ্রয়ী মূল্যে যাতে গ্রাহকের হাতে তুলে দেয়া যায়, সে লক্ষ্য নিয়ে সিলিন্ডার তৈরির কারখানা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করছে লাফ গ্যাস বাংলাদেশ।

অনুষ্ঠান শেষে এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসআই/আরএস/এমএস

আরও পড়ুন