ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘ফরহাদ মজহারের অপহরণের ঘটনা রহস্যজনক’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:২০ এএম, ১২ জুলাই ২০১৭

কবি ও কলামিস্ট ফরহাদ মজহারের অপহরণের ঘটনা রহস্যজনক বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ঘটনা তদন্তে পাওয়া তথ্যের সঙ্গে আদালতে দেয়া তথ্যে গড়মিল পাওয়া গেছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি সদর দফতরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ফরহাদ মজহার অপহরণের ঘটনা তদন্ত করছে গোয়েন্দা বিভাগ। তদন্তে অপহরণের বিষয়টি রহস্যজনক হিসেবে তথ্য পাওয়া গেছে। ফরহাদ মজহার অপহরণের বিষয়ে আদালতে যেসব তথ্য দিয়েছেন তা আমাদের গোয়েন্দা বিভাগের তদন্তে পাওয়া তথ্যের সাথে গড়মিল হচ্ছে। কয়েকদিনের মধ্যে আইজিপি মহাদয় এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।

রাজধানীতে যানজট নিরসনে পুলিশের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, আমাদের সকল ট্রাফিক কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। তারা এ ব্যাপারে কাজ করছেন। তবে রাজধানীতে জলাবদ্ধতার কারণে যানজট তৈরি হচ্ছে। তবে জলাবদ্ধতা যাতে তৈরি না হয় সেজন্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে ডিএমপির ট্রাফিক বিভাগ যোগাযোগ করছে।

রাজধানীতে জঙ্গি তৎপরতা কমে গেছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর ৯০ লাখ ভাড়াটিয়ার তথ্য ফরম এখন পুলিশের হাতে। যে কারণে রাজধানীতে আর জঙ্গিরা তৎপরতা চালাতে পারছে না। তারা রাজধানীর বাইরে তৎপরের চেষ্টা করছে।

 

জেইউ/আরএস/পিআর

আরও পড়ুন