ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৯৯ শতাংশ জনগণ স্যানিটেশনের আওতায়

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১১ জুলাই ২০১৭

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন বলেছেন, বর্তমানে দেশের ৯৯ শতাংশ জনগণ মৌলিক স্যানিটেশনের আওতায়। এর মধ্যে ৬১ শতাংশ জনগণ উন্নত ল্যান্ট্রিন, ২৮ শতাংশ যৌথ এবং ১০ শতাংশ সাধারণ ল্যাট্রিন ব্যবহার করে।

মঙ্গলবার জাতীয় সংসদে মো. আনোয়ারুল আজীমের (ঝিনাইদহ-৪) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। 

এর আগে বিকেল সোয়া ৫টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়। 

এ সময় মন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৮৭ শতাংশ জনগণ নিরাপদ পানির সুবিধায় আওতাভুক্ত। ১৩ শতাংশ জনগণ দূরবর্তী অন্যান্য নিরাপদ পানির উৎস থেকে খাবার পানি সংগ্রহ করে থাকে। 

এইচএস/এএইচ/জেআইএম

আরও পড়ুন