ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভালো কাজের স্বীকৃতি পেলেন ডিএমপি কর্মকর্তারা

প্রকাশিত: ০৫:৫৪ এএম, ১০ জুলাই ২০১৭

জুন মাসের ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্মকর্তারা। সোমবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় (ক্রাইম কনফারেন্স) বিজয়ীদের হাতে পুরস্কারের নগদ অর্থ তুলে দেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

পুরস্কারপ্রাপ্তরা হলেন-
জুন মাসে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে তেজগাঁও। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার এবিএম জাকির হোসেন (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, পল্লবী জোন), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) সিকদার মো. শামীম হোসেন (কাফরুল থানা), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাজু মিঞা (কমদতলী থানা), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশনস্) খন্দকার সামছুজ্জামান (দারুসসালাম থানা), শ্রেষ্ঠ এসআই (যৌথভাবে) মো. সেলিম খান (চকবাজার থানা) ও মো. বিল্লাল হোসেন (পল্লবী থানা), শ্রেষ্ঠ এএসআই (যৌথভাবে) মো. মুক্তার আলী (মিরপুর থানা) ও মো. হেলাল উদ্দিন (মতিঝিল থানা)।

এছাড়াও শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার মো. সুমন মিয়া (এএসআই, আদাবর থানা), শ্রেষ্ঠ বিস্ফোরক উদ্ধারকারী অফিসার সিকদার মো. শামীম হোসেন (অফিসার ইনচার্জ, কাফরুল থানা), শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার মো. সাজু মিঞা (পুলিশ পরিদর্শক, তদন্ত কদমতলী থানা), শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার মো. সেলিম খান (এসআই, চকবাজার থানা), শ্রেষ্ঠ চোরাই গাড়ি উদ্ধারকারী অফিসার মো. শরিফুল ইসলাম (এসআই, খিলক্ষেত থানা)।

গোয়েন্দা ও অপরাধ তথ্য ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-পশ্চিম বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন মহররম আলী (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, এয়ারপোর্ট জোনাল টিম), চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন মো রফিকুল ইসলাম(সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, চোরাই গাড়ি উদ্ধার ও প্রতিরোধ টিম, ডিবি দক্ষিণ)।

অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ হয়েছেন মুকিত সরকার (সহকারী পুলিশ কমিশনার, ওয়ারী জোনাল টিম), বিস্ফোরক দ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ মো. বশির উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, চুরি/ছিনতাই প্রতিরোধ ডিবি-পূর্ব টিম), মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম মহররম আলী (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, এয়ারপোর্ট জোনাল টিম)। অজ্ঞান ও মলম পার্টি গ্রেফতারে শ্রেষ্ঠ টিম এজেডএম তৈমুর রহমান (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন টিম)।

ট্রাফিক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-উত্তর বিভাগ। শ্রেষ্ঠ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হয়েছেন ফেরদৌসি রহমান (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার বাড্ডা ট্রাফিক জোন), শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর- বিপ্লব ভৌমিক (রামপুরা ট্রাফিক জোন) এবং শ্রেষ্ঠ টিএসআই সুশান্ত কুমার (মতিঝিল ট্রাফিক জোন)।

বিশেষ পুরস্কার পেছেন যারা-
বিভিন্ন স্থানে সফলভাবে জঙ্গি বিরোধী অভিযান করায় কাউন্টার টেরোরিজম বিভাগ, মাদক উদ্ধারে উপ-পুলিশ কমিশনার ট্রান্সন্যাশনাল ক্রাইম, নব্য জঙ্গি গ্রেফতার ও বিস্ফোরক নিষ্ক্রিয় করণে উপ-পুলিশ কমিশনার স্পেশাল অ্যাকশন গ্রুপ, কাউন্টার টেরোরিজম বিভাগ।

হত্যা মামলার রহস্য উদঘাটনে সম্মিলিতভাবে পুরস্কৃত হয়েছেন- মো. শাহজাহান (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি উত্তর), নাদিয়া জুঁই (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, খিলগাঁও জোন), মো. সাজু মিঞা (পুলিশ পরিদর্শক (তদন্ত), কদমতলী থানা), শেখ সাইফুল ইসলাম (এসআই, মতিঝিল থানা), জাকির হোসেন (এসআই, যাত্রাবাড়ী থানা, মো. মামুন হোসেন (এসআই, কামরাঙ্গীরচর থানা) ও মুহা. আশরাফুল আলম (এসআই, চকবাজার থানা।

ভূয়া পুলিশ গ্রেফতারে সম্মিলিতভাবে পুরস্কৃত হয়েছেন মো. শাহ নুর আলম পাটওয়ারী (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, ডিবি উত্তর), মো. তরিকুল ইসলাম (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, ডিবি উত্তর), খন্দকার রবিউল আরাফাত (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, ডিবি দক্ষিণ) ও মো. ফজলুর রহমান (সহকারী পুলিশ কমিশনার, ডিবি দক্ষিণ)।

ডাকাত গ্রেফতারে সম্মিলিতভাবে পুরস্কৃত হয়েছেন- মো. ইকবাল হোছাইন (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, ডিবি পূর্ব), মুকিত সরকার (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, ডিবি পূর্ব, মো. মোস্তাফিজুর রহমান (পুলিশ পরিদর্শক (তদন্ত) সবুজবাগ থানা), মো শাহ্ আলম (পুলিশ পরিদর্শক (অপারেশনস, উত্তরা পশ্চিম থানা) ও মো. সেলিম মিয়া (এসআই, মুগদা থানা)।

ধর্ষণ মামলার রহস্য উদঘাটনে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন-
ভিকটিম সাপোর্ট সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ইসমত আরা এমি।

ছিনতাইকারী গ্রেফতারে সম্মিলিতভাবে পুরস্কৃত হয়েছেন-
মোহাম্মদ সেন্টু মিয়া (পুলিশ পরিদর্শক (তদন্ত) তেজগাঁও থানা), উত্তম কুমার রাজবংশী (এসআই, সুত্রাপুর থানা), মো. মঞ্জুরুল ইসলাম (সার্জেন্ট, দারুসসালাম ট্রাফিক জোন) ও সাগর কুমার ঘোষ (সার্জেন্ট, বাড্ডা ট্রাফিক জোন।

ট্রাফিক সচেতনতায় বিশেষ পুরস্কারপ্রাপ্তরা হলেন-
মো. সাইদুল ইসলাম (এডিসি, ট্রাফিক ওয়ারী জোন), মো. ফয়সাল মাহমুদ (ট্রাফিক ওয়ারী, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জোন।

বিট পুলিশিংয়ে বিশেষ পুরস্কার প্রাপ্তরা হলেন-
নাবিদ কামাল শৈবাল(অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রমনা বিভাগ), বদরুল আলম (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, কোতয়ালী জোন), অফিসার ইনচার্জ মো. নূরে আলম সিদ্দিকী (উত্তরা পূর্ব থানা), মো. শাহীন ফকির বিপিএম (ওসি, কামরাঙ্গীরচর থানা) মো. সেলিমুজ্জামান (দারুস সালাম থানা)।

এআর/এমএমজেড/এমএস

আরও পড়ুন