সাইকেল চালিয়ে বাংলাদেশে চার নেপালি
সাইকেল চালিয়ে ১৭তম দেশ হিসেবে বাংলাদেশ ভ্রমণে এসেছেন নেপালের চার নাগরিক।
‘বিশ্ব পরিবেশ রক্ষা ও পৃথক সাইকেল লেন’ স্লোগানে সাইকেল চালিয়ে বিশ্বের ১০০টি দেশ ভ্রমণের অংশ হিসেবে গত ২৯ জুন ভারতের পেট্রাপোল ও বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে আনুষ্ঠানিকতা শেষে তারা বাংলাদেশে প্রবেশ করেন তারা।
এরআগে একই স্লোগানে ১৬টি দেশ ভ্রমণ করেছেন এই চার নেপালি। তারা হলেন, সুরেন্দ্র সরম, সরোজ গুরুং, ইয়াম গুরুং ও অজিত বড়াল।
৫ বছরে ১০০টি দেশ সফরের উদ্দেশে ২ বছর আগে ভ্রমণ শুরু করেন তারা। বাংলাদেশে ১৩ দিন অবস্থানকালে তারা মানুষকে সচেতনতামূলক বিভিন্ন পরামর্শের পাশাপাশি দেশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবেন। পরে বাংলাদেশ থেকে যাবেন মিয়ানমার।
গতকাল শুক্রবার বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ রাজধানীর জিরো পয়েন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।
এতে উপস্থিত ছিলেন, পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুব্বুস, বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক ফরিদউদ্দিন, পরিবেশ বাঁচাও আন্দোলনের সহসম্পাদক মুহাম্মদ আবদুল ওয়াহেদ, তানজিন এলাহি, কায়সার প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষে দেশের বিভিন্ন স্থান থেকে আসা সাইক্লিস্টদের অংশগ্রহণে একটি সাইকেল র্যালি বের করা হয়।
এসআর/এমএস