শিশু জিহাদের মৃত্যু : প্রকৌশলী জাহাঙ্গীরের আত্মসমর্পণ
রাজধানীর শাহজাহানপুরে ওয়াসার পরিত্যক্ত পাইপের মধ্যে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামি প্রকৌশলী জাহাঙ্গীর আলম আদালতে আত্মসমর্পণ করেছেন।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম অশোক কুমার দত্তের আদালতে আত্মসমর্পন করে তিনি জামিনের আবেদন করেন।
গত বছর ২৬ ডিসেম্বর শাহজাহানপুর কলোনির মাঠে খেলতে গিয়ে শিশু জিহাদ ওয়াসা ও রেলওয়ে কর্তৃপক্ষের অরক্ষিত গভীর নলকূপের পাইপে পড়ে মারা যায়।
দীর্ঘ ২৩ ঘণ্টা অভিযান চালানোর পরও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরবর্তী সময়ে সাধারণ কয়েকজন যুবক নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি খাঁচার সাহায্যে শিশু জিহাদের মৃতদেহ উদ্ধার করেন।
ওই ঘটনায় জিহাদের বাবা নাসির উদ্দিন বাদি হয়ে ২৮ ডিসেম্বর ফৌজদারি আইনের ৩০৪/ক ধারায় রাজধানীর শাহজাহানপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি করা হয় শাহজাহানপুর রেল কলোনিতে পানির পাম্প বসানোর দায়িত্বে থাকা ঠিকাদার আব্দুস সালাম এবং রেলওয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলমকে।
জেআর/পিআর