ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মিটফোর্ডে চিকিৎসকের হাতে নার্স লাঞ্ছিত, বিক্ষোভ

প্রকাশিত: ০১:৩৩ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৪

ইন্টার্ন চিকিৎসকের হাতে নার্স লাঞ্ছিত হওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল। শনিবার দুপুর থেকে লাঞ্ছনাকারী চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে কাজ ছেড়ে পথে নেমে বিক্ষোভ শুরু করেছেন নার্সরা।
 
জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে হাসপাতালের লেবার ওয়ার্ডে একজন রোগীকে সেবা দিচ্ছিলেন নার্স বকুল রানী দাস (৪৫)। তখন রকিবুল ইসলাম সুজন নামে ৩৭ তম ব্যাচের একজন ইন্টার্ন চিকিৎসক বকুল রানীকে অন্য একজন রোগীর দেখভাল করতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা তৈরি হয়।
 
এক পর্যায়ে সেই চিকিৎসক নার্স বকুলকে চিকিৎসকদের কক্ষে নিয়ে গিয়ে দরোজা বন্ধ করে পেটান বলে অভিযোগ উঠেছে।
 
এই খবর ছড়িয়ে পড়লে মিটফোর্ড হাসপাতালের সব নার্সরা কাজ বাদ দিয়ে অভিযুক্ত চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন।