ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সংবিধান সংশোধনের আগেই বিচারপতি নিয়োগ বিধিমালার দাবি

প্রকাশিত: ১০:৩২ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৪

সংবিধান সংশোধনের আগেই বিচারপতি নিয়োগ বিধিমালা করার জন্য দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটি। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানান সংগঠনের নেতারা।

বিচারপতিসহ উক্ত পদমর্যাদার ব্যক্তিগণ যাতে নির্ভয়ে ও স্বাধীনভাবে বিচার কার্যক্রমসহ তাদের ওপর দেওয়া দায়িত্ব  পালন করতে পারেন এ জন্য বিধিমালা করার দাবি জানিয়ে লুৎফর রহমান বলেন, বিচারপতিদের নিয়োগ ও আচরণ বিধিমালা অবিলম্বে প্রণয়ন করে আইন সংবিধান সংশোধনের কার্যক্রম শুরু করতে হবে। আর তা না করলে সাংবিধানিক শুন্যতা ও আইনগত জটিলতা দেখা দিতে পারে।

সমাবেশ ও মানববন্ধনে সংহতি প্রকাশ করেন জাগো বাংলাদেশের সভাপতি সাংবাদিক ফরিদ খান। সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী লুৎফর রহমান, সংগঠনের নির্বাহী পরিচালক শেখ তরিকুল ইসলাম, আইনজীবী মোকাররম হোসেন প্রম‍ুখ।