২৫ ডিগ্রির নিচে এসি নয়
এসি ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ব্যবহার করলে বিদ্যুতের অপচয় হয়। তাই সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় ব্যবহার না করার জন্য নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
জানা গেছে বিদ্যুতের অপচয় রোধে গত রোববার বিদ্যুৎ বিভাগ থেকে যুগ্ম সচিব মোহাম্মদ আলাউদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সব প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। তবে এর আগেও বিদ্যুৎ বিভাগ এ ধরনের চিঠি দিলেও ওই নির্দেশনা মেনে চলেনি দেশের অধিকাংশ প্রতিষ্ঠান।
উল্লেখ্য, দেশে এখন গ্রীষ্মে এসি চালাতে বিদ্যুতের প্রয়োজন হয় এক হাজার ৭০০ থেকে দুই হাজার মেগাওয়াট। যা প্রতি দিনই বাড়ছে। তাই ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে এসি না চালালে বিদ্যুতের এ চাহিদা অনেকটাই কমে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ২ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৩ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৪ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৫ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’