ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মালিবাগে ভেজাল পানির কারখানা : মালিকসহ তিনজনের দণ্ড

প্রকাশিত: ০৮:২৫ এএম, ২০ মে ২০১৫

রাজধানীর মালিবাগের বিজ্ঞান কলেজের সামনের একটি ভবনে অভিযান চালিয়ে ভেজাল পানির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। অভিযানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে পানি বোতলে ভরে বাজারজাত করার অপরাধে কারখানার মালিকসহ তিনজনকে সাজা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে এবং অভিযুক্তদের সাজা প্রদান করে।

সাজাপ্রাপ্তরা হলেন, কারখানার মালিক এস এ মালেক ও তার ছোট ভাই এম এ রহিম। অপরজন কারখানার ম্যানেজার তার নাম জানা যায়নি। কারখানার ম্যানেজারকে সরকারি কাজে বাধাদানের জন্য সাত দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।

র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে কারখানার মালিককে  অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে পানি বোতলে ভরে বাজারজাত করার অপরাধে দুই লাখ টাকা জরিমানা এবং কারখানার ম্যানেজারকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।

এআর/এআরএস/পিআর