ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সুদান থেকে দেশে ফিরেছে ২২ বাংলাদেশি

প্রকাশিত: ০৯:১০ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৪

ভাগ্য ফিরাতে সুদানে গিয়ে প্রতারিত হওয়া ২২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার সকালে এয়ার অ্যারাবিয়ার তিনটি পৃথক ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের ইনচার্জ জাহাঙ্গীর সোহেল এ তথ্য জানান।

দেশে ফেরত আসা কয়েকজন অভিযোগ করেন, চলতি বছরের শুরুতে আল-পূর্বাশা নামের একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান দুই থেকে তিন লাখ টাকা করে নিয়ে তাঁদের সুদানের একটি টেক্সটাইল কারখানায় পাঠায়। প্রতি মাসে ৩৫ থেকে ৪০ হাজার টাকা করে তাদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে গিয়ে তারা চুক্তিমতো বেতন পাননি। মাসে তাদের মাত্র সাত থেকে ১০ হাজার (বাংলাদেশি মুদ্রায়) টাকা দেওয়া হতো। ঠিকমতো খাবার দেওয়া হতো না। ফলে বাধ্য হয়ে তাঁরা দেশে যোগাযোগ করেন।