ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বার্সেলোনায় কনস্যুলার সার্ভিস শনিবার

প্রকাশিত: ০২:৪১ পিএম, ১৯ মে ২০১৫

স্পেনে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতার উদ্দেশে একটি কনস্যুলার সার্ভিসের আয়োজন করা হয়েছে। আগামী শনিবার এ কনস্যুলার সার্ভিস অনুষ্ঠিত হবে। বার্সেলোনার অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালুনিয়া এ সার্ভিসের আয়োজন করেছে।

স্থানীয় কাইয়ে ভিলাদোমাত রোড নং ২ -এ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সার্ভিস দেয়া হবে। এখানে পাসপোর্ট নবায়ন, নাম সংশোধন, হারানো পাসপোর্টের ক্ষেত্রে নতুন পাসপোর্টের জন্য আবেদন, পাসপোর্টে সন্তানের নাম নিবন্ধিকরণ, ভিসা সংক্রান্ত সেবা নেয়া যাবে।

রাজধানী মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাস ও বার্সেলোনার কনস্যুলার অফিসের কর্মকর্তাবৃন্দ যৌথভাবে এ সেবা দান করবে। ২০ থেকে ২২ মে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত স্থানীয় রোনদা সান্ট পাউ, ৫২ এ অবস্থিত বার দিয়ামান্ত-এ পাসপোর্ট সংক্রান্ত কাজের জন্য কূপন সংগ্রহ করতে হবে।


এ সার্ভিসে ডিজিটাল পাসপোর্ট সংক্রান্ত আবেদন আপাতত গ্রহণ করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, অভিভাসীদের সুবিধার্থে প্রতি বছরই অন্তত চারবার স্থানীয় সংগঠনগুলোর উদ্যোগে এ কনস্যুলার সার্ভিস দেয়া হয়ে থাকে।  

বিএ/আরআইপি