আট জেলার সড়কে ঝরল ১৫ প্রাণ
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজারের মহাসড়কে সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন, ঢাকার ধামরাইয়ে অ্যাম্বুলেন্স উল্টে দু’জন, সিরাজগঞ্জে অটোরিকশা উল্টে একজন, সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসচাপায় তিনজন, ঠাকুরগাঁওয়ে ট্রলিচাপায় একজন, গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে লেগুনাচাপায় একজন, খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।
জাগো নিউজের প্রতিনিধিদের পাঠানো খবর-
হবিগঞ্জে মাইক্রো-অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩
ঢাকা-সিলেট মহাসড়কে গর্ত থেকে বাঁচতে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজারের মহাসড়কে সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আটজন।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, নবীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী রেনেটা ওষুধ কোম্পানির একটি মাইক্রোর (ঢাকা-মেট্রো-গ-২০-১৮৬৩) সঙ্গে গোপলারবাজার স্ট্যান্ড থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার (মৌলভীবাজার-থ-১২-২০৮২) মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই দেবপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের পঞ্চম শ্রেণির মাদরাসার ছাত্র আব্দুল আলীর ছেলে ওমর আলী (১০) নিহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ওমর আলীর মা সুজিয়াকে (৪০) কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে পথে সিএনজি অটোরিকশাচালক দেবপাড়া ইউনিয়নের ভানুদেব গ্রামের তোয়াহিদ মিয়ার ছেলে তজমুল আলী (৩০) মারা যান।
অপর আহতদেরর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একই ইউনিয়নের সদরঘাট গ্রামের লুৎফুর রহমানের ছেলে ড. লিটন আহমেদ (৩৫) ও আম্বিয়া (৪০) নামে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে অতিরিক্ত ভাঙন ও সরকারের নিষিদ্ধ ঘোষিত সিএনজি অটোরিকশা হাইওয়ে পুলিশের নাকের ডগায় অবাধে চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি ভিমল চন্দ্র ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জে অটোরিকশা উল্টে নিহত এক
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটোরিকশা উল্টে সবুজ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবুজ বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মৃত জমসেদ আলীর ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, উল্লাপাড়ার উধুনিয়া বোনের বাড়ি থেকে দাওয়াত খেয়ে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন নিহত সবুজ।
অটোরিকশাটি বগুড়া-নগরবাড়ি মহাসড়কের নবগ্রাম এলাকায় পৌঁছলে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক সামিউল ইসলাম রনি তাকে মৃত ঘোষণা করেন।
ধামরাইয়ে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
ঢাকার ধামরাইয়ে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকা থেকে ফরিদপুর যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের দুই আরোহী মারা যান। আহত হন আরও অন্তত চারজন। পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
মরদেহ ও দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছে বলে জানিয়েছে ধামরাই থানা। নিহতদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শাহজাদপুরে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছিতে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ী গ্রামের শুকুর চাঁনের ছেলে নুরু শেখ (২৯), একই গ্রামের শাহেব আলীর ছেলে শরীফুল ইসলাম (৩২) ও সর্গেশ আলীর ছেলে আনোয়ার হোসেন (৩০)।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান জানান, বেলা সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া থেকে মোটরসাইকেলযোগে তিন যুবক শাহজাদপুর যাচ্ছিল। তারা তালগাছি ব্রিজ এলাকায় পৌঁছলে পাবনা থেকে ঢাকাগামী পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিন যুবক আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে শাহজাদপুরের পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে দু’জনকে মৃত ঘোষণা করে। পরে বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় প্রায় এক ঘণ্টা মহাসড়ক দিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর কাদের জিলানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
ঠাকুরগাঁওয়ে ট্রলিচাপায় একজনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী মহাসড়কে ট্রলি চাপায় আব্দুল মজিদ (৮০) নামে একজন বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকালে বালিয়াডাঙ্গী চৌরাস্তা কাঁচা বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুর ইউনিয়নের সনগাঁও গ্রামের মৃত দবির উদ্দীনের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল মজিদ ফামের্সী হতে ওষুধ কিনে রাস্তা পার হওয়ার সময় বালিয়াডাঙ্গী চৌরাস্তা হতে ঠাকুরগাঁওগামী ট্রলিটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ঘাতক ট্রলি ফেলে ড্রাইভার পালিয়ে যায়।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, নিহতের লাশ ও ট্রলিটিকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসা হয়েছে ।
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত
গোপালগঞ্জে পিকআপ ভ্যান খাদে পড়ে দীলিপ কুমার সরকার (৫০) নামে এক শ্রমিক নিহত ও অপর ১০ শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ভেন্নাবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের সাতপাড় এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে ৩০-৩৫ জন শ্রমিক পাট কাটার উদ্দেশ্যে টেকেরহাট যাচ্ছিলেন। এসময় সড়কের সদর উপজেলার ভেন্নবাড়ী নামকস্থানে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দীলিপ কুমার সরকার নিহত হন।
নিহত দীলিপ সরকার গোপালগঞ্জ সদরের সাতপাড় মধ্যপাড়ার বরদাকান্তি সরকারের ছেলে। আহতদের গোপালগঞ্জ জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত হেমান্ত গোলদারকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা সত্যতা স্বীকার করেছেন।
রূপগঞ্জে লেগুনাচাপায় নারী নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে লেগুনার চাপায় আয়েশা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার ছেলে শহর আলী।
বুধবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা বেগম সিলেটের সুনামগঞ্জ থানার রতনপুর এলাকার শুক্কুর আলীর স্ত্রী। তারা পরিবার নিয়ে বরাব এলাকায় বসবাস করতেন।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জুবায়ের মৃধা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বরাব এলাকার বাসস্টেশনে অপেক্ষায় ছিলেন আয়েশা বেগম ও তার ছেলে শহর আলী। বেলা ১১টার দিকে রূপসীগামী একটি লেগুনা চাপা দিলে ঘটনাস্থলেই আয়েশা বেগমের মৃত্যু হয়। পরে গুরুতর আহত শহর আলীকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।
এদিকে, স্থানীয়দের সহযোগিতায় লেগুনা ও এর চালক মাহফুজকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
খাগড়াছড়িতে গাছের সঙ্গে বাসের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩
খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের কালাপানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসটি (চট্রগ্রাম -জ ১১-০০০৭) গুইমারা উপজেলার কালাপানি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাচের সঙ্গে ধাক্বা লেগে উল্টে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
নিহতরা হলেন- হাফছড়ির মো. ববারেক ফরাজির ছেলে মো. তারিকুল ইসলাম (২০), মাটিরাঙা উপজেলার খেদাছড়ার মো. ইউনুছ মিয়ার স্ত্রী রিপনা বেগম (২৪) ও তার মেয়ে জান্নাতুল ফেরদৌস (৪)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়েরুল হক বলেন, স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনী ও পুলিশ দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করেছে। আহতদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জালিয়াপাড়া ইসলামিক মিশন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটির চালক পলাতক রয়েছে বলেও জানান তিনি।
এমএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা