শেষ হল বাজেট অধিবেশন
শেষ হল দশম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। বৃহস্পতিবার প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সরব উপস্থিতির মধ্য দিয়ে অধিবেশন শেষ হয়। ৫ জানুয়ারির নির্বাচনের পর মহাজোট সরকার ক্ষমতায় আসার পর প্রথম বাজেট পাস হয় গত ২৯ জুন। আর প্রথমবারের মতো সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে পাস হয় ২০১৪-১৫ অর্থবছরের বাজেট।
দীর্ঘ এক মাস সংসদ চলার পর বৃহস্পতিবার বেলা ৩টার দিকে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে সকাল ১১টায় দশম সংসদের প্রথম বাজেট অধিবেশনের শেষ কার্য দিবস শুরু হয়।
বাজেট অধিবেশন মুলতবি প্রসঙ্গে রাষ্ট্রপতির আদেশ পাঠ করার আগে তিনি সব সংসদ সদস্যসহ দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান। স্পিকার বলেন, সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সরব উপস্থিতিতে বাজেট অধিবেশন ছিল প্রাণবন্ত ও অধিক কার্যকরী।
তিনি বলেন, ২৯ জুন নতুন সরকারের প্রথম বাজেট পাস হয়। এ বাজেটের উপর ২৬৫ জন সংসদ সদস্য আলোচনায় অংশ নিয়েছেন। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিন্ধান্ত অনুযায়ী যদিও ৪৫ ঘণ্টা আলোচনার কথা ছিল। তবে অধিকাংশ সংসদ সদস্য আলোচনা ও পরামর্শে বাজেটকে অধিক অর্থবহ করেছে। এই বাজেট জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
স্পিকার বলেন, এভাবে বাজেট অধিবেশনে বাজেট পাসের পাশাপাশি ৬টি সরকারি বিল পাস হয়েছে। এ ছাড়া কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ১৩২টি নোটিশের মধ্যে ৬টি গৃহিত ৩টির উপর আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী ২৩০টি প্রশ্নের মধ্যে ৪৭টির উত্তর দিয়েছেন।
দশম জাতীয় সংসদের পথচলা শুরু হয় চলতি বছরের ২৯ জানুয়ারি। প্রথম অধিবেশন শেষ হয় ১০ এপ্রিল। এরপর এই সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হয় ৩ জুন।