ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০১৫ পালিত

প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১৮ মে ২০১৫

১৮ মে আন্তর্জাতিক জাদুঘর দিবস। সারাবিশ্বের সঙ্গে ১৮ মে সোমবার বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। জাদুঘর সমূহের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়াম (আইসিওএম) এ উপলক্ষে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘মিউজিয়াম ফর এ সাসটেইনেবল সোসাইটি’ বা ‘টেকসই সমাজের স্বার্থে জাদুঘর’।

‘আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০১৫’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও আইসিওএম-এর বাংলাদেশ ন্যাশনাল কমিটি যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৮টায় শাহবাগ জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে টিএসসি ঘুরে এসে জাদুঘর প্রাঙ্গণে এসে শেষ হয়। জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী র্যালিতে নেতৃত্ব দেন। পরে সকাল ১১টায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় সেমিনার।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আক্তারী মমতাজ দেশি-বিদেশি গবেষকগণের পরামর্শ নিয়ে জাদুঘরের কর্মকাণ্ড পূনর্বিন্যাসের পরামর্শ দেন। তিনি বলেন, বাংলাদেশ জাতীয় জাদুঘর আগামী দিনগুলোতে জাতীয় ঐতিহ্য ও ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে। তাই একে আরো দক্ষ ও সৃজনশীল পদ্ধতিতে পুনর্বিন্যাস করতে হবে। তবেই ‘টেকসই সমাজের জন্য জাদুঘর’ যথাযথভাবে রক্ষিত হবে।

জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম. আজিজুর রহমানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট গবেষক ও জাদুঘরবিদ ড. ফিরোজ মাহমুদ এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক শিকদার মো. জুলকারনাইন। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন টাকা জাদুঘরের কিউরেটর ড. মো. রেজাউল করিম এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।

আরএস/আরআই