ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২ ঘণ্টা দেরিতে ছাড়লো রংপুর এক্সপ্রেস

প্রকাশিত: ০৬:১১ এএম, ২৩ জুন ২০১৭

নির্ধারিত সময়ের চেয়েও দুই ঘণ্টা দেরিতে কমলাপুর স্টেশন ছেড়ে গেছে উত্তরবঙ্গগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি। সেইসঙ্গে সকাল থেকেই স্টেশনে রয়েছে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের উপচেপড়া ভিড়।

শুক্রবার সকাল ৯টায় স্টেশনের ৩নং প্লার্টফর্ম থেকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি  ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ইঞ্জিনের সমস্যাজনিত কারণে দুই ঘণ্টা পর ট্রেনটি স্টেশন ছেড়ে যায়  বেলা ১১ টায়। এতে চরম ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা।

রংপুর এক্সপ্রেসের যাত্রী এরশাদ আলী বলেন, একবার টিকিট কাটার সময় সারারাত ধরে স্টেশনে অপেক্ষার পর টিকিট পেলাম। আজ আবার ট্রেনে উঠে নিজের আসন পর্যন্ত পৌঁছাতে অনেক বেগ পেতে হয়েছে, ভিড়ের কারণে। এখন আবার ট্রেন লেট। দুই ঘণ্টা ধরে এভাবে বসে আছি।

ট্রেনের ছাদে থাকা আরেক যাত্রী জুবায়ের আহমেদ বলেন, ট্রেন ছাড়তে দেরি হওয়ায় ছাদে রোদের মধ্যে বসে আছি। মানুষের ভিড়ে এখান থেকে নামার উপায় নেই। কোনমতে নামতে পারলেও অতিরিক্ত যাত্রী চাপের কারণে পরে হয়তো আর উঠতে পারব না।

রংপুর এক্সপ্রেসের দেরি নিয়ে ব্যাখ্যা দিলেন স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী। বললেন, সব ট্রেনেই সময় মত স্টেশন ছেড়ে গেছে। কিন্তু এই ট্রেনটির হঠাৎ করে ইঞ্জিনে সমস্যা হওয়ায় দেরি হয়েছে। ইঞ্জিনের সমস্যা সমাধান পর ট্রেনটি স্টেশন ছেড়ে গেছে।

এই ট্রেনের দেরির প্রভাব অন্য ট্রেনের সিডিউলে পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর প্রভাব পড়বে না। এর আগে-পরে সব ট্রেনই নির্দিষ্ট সময়ে স্টেশন ছেড়ে যেতে পেরেছে।

এদিকে, সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ট্রেনের অপেক্ষায় প্লাটফর্মে বসে আছেন হাজারো যাত্রী। সবার হাতে ব্যাগ, অনেকের সঙ্গে স্ত্রী-সন্তান, বন্ধু-বান্ধব, প্রিয়জন অথবা একা একাই বসে আছেন কেউ কেউ। আবার অনেকে মানুষের ভিড় ঠেলে কাঙ্ক্ষিত ট্রেনের দিকে ছুটছেন। ট্রেনের ভেতরে ব্যাপক গাদাগাদির পাশাপাশি ট্রেনের ছাদও যাত্রীতে পূর্ণ হয়ে গন্তব্যে ছুটে যাচ্ছে।

এএস/এসআর/আরআইপি

আরও পড়ুন