ছিনতাইকারী চক্রের ৮ সদস্য আটক
রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৮ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব বলছে, ঈদের কেনাকাটা করতে আসা মানুষের ব্যাগ, পকেট কাটাসহ ছিনতাইয়ের জন্য চক্রটি সক্রিয় ছিল।
আটককৃতরা হলেন- শহিদ (২৬), জুয়েল (২৬), আকাশ (২২), মাসুদ রানা (২৫), বাবুল (৩০), মোস্তফা ওরফে অপূর্ব (১৮), লিটন মিয়া (৩০) ও শহীদ মিয়া (৪২)।
বুধবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ঈদের আগে রাজধানীর ফার্মগেট, তেজগাঁও, নাবিস্কো, মহাখালী, গাবতলী, নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ চক্র ছিনতাই করে সাধারণ মানুষকে কখনও কখনও মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে। ঈদুল ফিতর উপলক্ষে অজ্ঞান পার্টির সদস্যরাও সক্রিয়।
জেইউ/এনএফ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ