ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

টাকা ছিনতাই করে মাইক্রোচাপা, মুরগি ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ১০:৫৪ পিএম, ২১ জুন ২০১৭

রাজধানীতে ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মাইক্রোবাসের নিচে চাপা পড়ে প্রাণ হারালেন সজীব মিয়া নামে এক মুরগি ব্যবসায়ী। এ ঘটনায় আহত হয়েছেন অপর মুরগি ব্যবসায়ী হজরত আলী।

বুধবার দিবাগত রাত ১টার দিকে কাকরাইলের মৎস্যভবনের সামনের রাস্তায় প্রথমে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ওই মুরগি ব্যবসায়ীকে মাইক্রোবাসের নিচে চাপা দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সজীব মারা যান।

আহত হজরত আলী জানান, তারা দুজনই ফার্মগেট ইন্দিরা রোড এলাকায় বসবাস করেন। পান্থপথের বউবাজারে তারা মুরগির ব্যবসা করেন। বুধবার রাতে তারা ভ্যান নিয়ে মুরগি কেনার জন্য কাপ্তানবাজারে যাচ্ছিলেন। পথে তাদের ভ্যান মৎস্যভবন এলাকায় পৌঁছলে একটি সাদা রঙয়ের মাইক্রোবাস সজোরে ভ্যানে ধাক্কা দেয়। এতে দুজনই ভ্যান থেকে পড়ে যান।

এ সময় মাইক্রোবাস থেকে ৩/৪ জন ছিনতাইকারী নেমে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। মুরগি কেনা বাবদ তাদের কাছে থাকা নগদ আট হাজার টাকা ছিনিয়ে নেয়। পালিয়ে যাবার সময় তারা সজীবের উপরে মাইক্রোবাস উঠিয়ে দেয়।

স্থানীয়দের ও পুলিশের সহযোগিতায় সজীবসহ হাসপাতালে গেলে চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জেইউ/বিএ