ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যর্থতার দায় কমিশনের

প্রকাশিত: ০৮:১০ এএম, ১৮ মে ২০১৫

সদ্য অনুষ্ঠিত ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি) এর  ট্রাস্ট্রি বোর্ডের সদস্য ও সাবেক নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেছেন, এই নির্বাচনের সকল ব্যর্থতার দায়ভার একমাত্র নির্বাচন কমিশনের।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি’র নির্বাচন পরবর্তী এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এই নির্বাচন যেমন হওয়ার কথা ছিল তেমন হয়নি মন্তব্য করে তিনি আরো বলেন, আইন অনুযায়ী এই নির্বাচনকে নির্দলীয় বলা হলেও কার্যত এটি ছিল দলীয় নির্বাচন। মূলত এর ফলেই এত অনিয়মের ঘটনা ঘটেছে।

এক প্রশ্নের জবাবে শামসুল হুদা আরো বলেন, নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হয় তাহলে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ ও আইন পরিবর্তন করে দলীয় ভাবেই নির্বাচন অনুষ্ঠানের করা উচিত।

জেইউ/জেআর/এমএস/আরআইপি