প্রথমদিনেই ১ ঘণ্টা দেরিতে ছাড়লো রংপুর এক্সপ্রেস
ঈদের অগ্রিম ট্রেনের টিকিটে বুধবার থেকে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীর বিপুলসংখ্যক মানুষ। কিন্তু প্রথমদিনেই এক ঘণ্টা দেরিতে কমলাপুর থেকে ছেড়ে গেছে উত্তরবঙ্গগামী রংপুর এক্সপ্রেস। শুরুতেই এমন দেরিতে বিরক্ত ঘরমুখো যাত্রীরা।
বুধবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে ঈদে বাড়ি ফেরা মানুষের ভিড় লক্ষ্য করা গেলো।
কমলাপুর স্টেশনের ৩নং প্লাটফর্ম থেকে রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা স্টেশন ছেড় গেছে সকাল ১০টায়।
যাত্রীরা বলছেন, সিডিউল বিপর্যয় ও ভোগান্তি এড়াতে ঈদের কয়েকদিন আগেই বাড়ি ফিরতে চেয়েছিলেন তারা। কিন্তু প্রথমদিনেই এমন ভোগান্তি হবে তা ভাবতে পারেননি।
প্রথমদিনেই ট্রেনের দেরি সম্পর্কে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জাগো নিউজকে বলেন, ট্রেন স্টেশনে পৌঁছাতেই দেরি করেছে। এছাড়া কোচ বিকল থাকায় তা ঠিক করতে কিছুটা সময় লেগেছে, ফলে দেরি হয়েছে।
প্রথমদিনেই এই দেরির প্রভাব অন্যান্য ট্রেনের সময়সূচিতে পড়বে কিনা জাননে চাইলে তিনি বলেন, না এর কোনো প্রভাব পড়বে না। আমরা সার্বিক চেষ্টা করছি যেন যাত্রীদের কোনো প্রকার ভোগান্তি না হয়।
এএস/এসআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা