মানবপাচার ও উগ্র ধর্মান্ধতা গণতন্ত্রের শত্রু : ইকবাল সোবহান
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, মাদক, মানবপাচার ও উগ্র ধর্মান্ধতা সমাজ-রাষ্ট্র ও গণতন্ত্রের শত্রু। এদের বিরুদ্ধে সাংবাদিকদের দায়িত্বশীল এবং তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশন দায়িত্বে মধ্যে পড়ে। স্বাধীনতা মানে যতেচ্ছাচার নয়। রাষ্ট্রীয় নিয়মকানুন মেনেই সাংবাদিকতার স্বাধীনতা ভোগ করার আহ্বান জানান তিনি।
রোববার বিকাল ৪টায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত গণমাধ্যম বান্ধব। তিনি সাংবাদিকদের কল্যাণ বিবেচনা করে প্রতিবছর এক কোটি টাকা অনুদান প্রদানের জন্য ট্রাস্ট গঠন করে দিয়েছেন। গত তিন বছর ধরে এ অনুদানের টাকা পাচ্ছেন সারাদেশের অস্বচ্ছল সাংবাদিকগণ। দেশ যতদিন থাকবে এ ধারা চলমান থাকবে। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতার নিয়ে কাজ করছে। তাই সাংবাদিকদেরও দেশের কথা ভাবতে হবে।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, সাংবাদিক নেতা প্রিয়তোষ পাল পিন্টু, ফজলুল কাদের চৌধুরী, তোফায়েল আহমদ, বিশ্বজিত সেন, মো. মুজিবুল ইসলাম প্রমুখ।
সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি