ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিহত ও আহত পুলিশ পরিবারের পাশে থাকবে ডিএমপি

প্রকাশিত: ০৯:৫৯ এএম, ১৮ জুন ২০১৭

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, দেশ ও জাতির সেবা করার নিমিত্তে যে সব পুলিশ সদস্য তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছেন এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারের পাশে ডিএমপি সব সময় আছে ও থাকবে।

রোববার সকাল ১০টায় ডিএমপি সদর দফতরে কর্তব্যরত অবস্থায় নিহত ও আহত পুলিশ সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ডিএমপির পাবলিক রিলেশন্স বিভাগ সূত্র জানায়, প্রধানমন্ত্রী ঘোষিত এককালীন অনুদান হতে কর্তব্যরত অবস্থায় নিহত ও আহত ১২ জন পুলিশ সদস্য ও তাদের পরিবারকে মোট ৩৬ লাখ টাকা আর্থিক অনুদান দেয়া হয়।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, কর্তব্যরত অবস্থায় যারা নিহত হয়েছেন তাদের জীবনের মূল্য দিতে পারবো না। আর যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার দায় দায়িত্ব নিবো। কর্তব্যরত অবস্থায় কোন সদস্য যদি আহত হয় অবশ্যই তার সব চিকিৎসার ব্যয় বহন করবো। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দেখভাল করার দায়িত্ব আমাদের। এই টাকা দেয়াই শেষ না। আরও যদি তাদের আর্থিক সহায়তার দরকার হয় দিবো।

জেইউ/জেএইচ/জেআইএম